নির্মম ষড়যন্ত্রের শিকার প্রস্ফুটিত শেরপুর ফেইসবুক গ্রুপ

জেলার খবর
🔹শেরপুর জেলার ইতিহাস ও ঐতিহ্যকে সারা দেশ তথা বিশ্ব তুলে ধরার লক্ষ্যে ২০১৩ সাল থেকে ফেইসবুক পেইজ Hello Sherpur (পূর্ব নামঃ রুপসী বাংলা,শেরপুর) নামে কাজ করে যাচ্ছে টিম প্রস্ফুটিত শেরপুর। ২০১৫ সালের ১৬ই জানুয়ারী প্রস্ফুটিত শেরপুর(Hello Sherpur) ফেইসবুক গ্রুপের যাত্রা শুরু। কিন্তু আমাদের কার্যক্রম পেইজের মধ্যেই বলতে গেলে সীমাবদ্ধ ছিল।
🔹বিগত ২ বছর ধরে ফেইসবুক গ্রুপের তুমুল জনপ্রিয়তা লক্ষ্য করে আমরা আমাদের Hello Sherpur গ্রুপকে প্রস্ফুটিত শেরপুর নামে পুনরায় চালু করি। যা শেরপুর জেলার স্বাক্ষরতা আন্দোলনের নাম। পূর্বেও এ নাম অনেকেই ব্যবহার করেছে কিন্তু তারা জেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। কিন্তু আমাদের দক্ষ এডমিন প্যানেলের সহয়তায় প্রস্ফুটিত শেরপুর জেলাকে ছাড়িয়ে বিভাগের অন্যতম জনপ্রিয় গ্রুপে পরিনত হয়।
💢 আর অল্প সময়ে তুমুল জনপ্রিয়তাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। প্রতিনিয়তই আমাদের গ্রুপ নিয়ে ফেইসবুকে রিপোর্ট করা শুরু হয়ে যায়। আমাদের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে দুইটি ফেইসবুক গ্রুপ ও তিনজন ব্যক্তি গ্রুপকে ধ্বংস করার জন্য পায়তারা করতে থাকে। সব শেষে তারা সফল হলো। আসলেই কি তারা সফল হলো? নাকি তারা শেরপুর জেলার জন্য লজ্জা বয়ে আনলো!
🔹টিম প্রস্ফুটিত শেরপুর জেলা ভিত্তিক কাজ করে কি দোষ করেছে! কেনো করলেন এমনটা? একটি বারও কি আপনাদের বিবেকে বাঁধা দিলো না। প্রতি নিয়তই আপনারা আমাদের নামে অপবাদ ছড়িয়েছেন? আর যাই হোক আমরা শেরপুর জেলাকে ভালোবেসে সেই ২০১৩ সাল থেকে কাজ করে যাচ্ছি, কখনও কারোর সাথে বিতর্কে যাইনি, আর যাবোও না।
🙏সর্বশেষে একটা অনুরোধ করোজোরে এক বার করেছেন কিন্তু ভবিষৎ এ আর ধরনের কাজ আর দয়া করে করবেন না। একটা গ্রুপ বা পেইজ তিলে তিলে গড়ে তুলতে হয়। আমাদের হয়ত সর্বোচ্চ ৬ মাস সময় লাগবে শেরপুর জেলার শীর্ষে অবস্থান নিতে। কারন গ্রুপ ভ্যানিশ করেছেন কিন্তু এডমিন প্যানেল তো আর ভ্যানিশ করতে পারবেন না।
✨আমরা আমাদের মেম্বারদের কাছে চির কৃতজ্ঞ। নতুন এই গ্রুপ চালু করার পর থেকে স্বতঃস্ফূর্তভাবে ভালোবেসে ইনভাইট কার্যক্রম চালু রেখেছেন। আপনাদের ভালোবাসায় টিম প্রস্ফুটিত শেরপুর সিক্ত। আপনাদের ভালোবাসার কারণেই আমরা আবারও আমাদের কার্যক্রম চালু করেছি। যত দিন আপনারা আমাদেরকে ভালোবেসে যাবেন ঠিক ততদিনই যতবারই গ্রুপ নষ্ট হোক না কেন আমরা বারবার ফেরত আসবো।
💝ধন্যবাদান্তে,
টিম প্রস্ফুটিত শেরপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *